রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্প

রুয়াপ কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৫

Logo
রুয়াপ ওয়েলফেয়ার ফোরাম

" ডঃ মোঃ আবু বকর-রাসেল প্যানেল "

কৃষিবিদ ডঃ আবু বকর সিদ্দিক সরকার

কৃষিবিদ ডঃ আবু বকর সিদ্দিক সরকার

সভাপতি পদপ্রার্থী

ব্যালট নংঃ ০১
মোঃ মাহামুদুল হোসেন রাসেল

মোঃ মাহামুদুল হোসেন রাসেল

সাধারণ সম্পাদক পদপ্রার্থী

ব্যালট নংঃ ০১

কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির (CMC) নির্বাচনী ইশতেহার

প্রিয় রুয়াপবাসী,

নিরাপদ, পরিবেশ বান্ধব, পরিছন্ন, নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন রুয়াপ বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রচলিত ধারায় যে প্রয়োজনীয় কাঙ্ক্ষিত বিষয়গুলোর বাস্তবায়ন সম্ভব নয় সেখানে বিশেষ টেকসই ব্যবস্থা গ্রহণ করে কাঙ্ক্ষিত রুয়াপ বিনির্মাণই আমাদের কাম্য। রুয়াপে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের জন্য সৌহার্দ্য ও সম্প্রতিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে আমরা সর্বদা প্রস্তুত।

সকল বাসিন্দাদের কল্যাণে নিষ্ঠা ও সততার সাথে কাজ করা, সেবার মানোন্নয়ন, নিরাপত্তা ও কমিউনিটি বন্ধন দৃঢ় করার প্রচেষ্টা গ্রহণ করা হবে—যেখানে প্রতিটি বাসিন্দার মানসম্মত জীবনযাত্রা নিশ্চিত হবে। তাঁরা সম্মানিত, নিরাপদ ও গর্বিত বোধ করবেন।

মূল প্রতিশ্রুতি ও করণীয় পরিকল্পনাঃ

১. জরুরি প্রস্তুতি ও ব্যবস্থাপনা
  • ২৪/৭ জরুরি প্রতিক্রিয়া দল (Emergency Response Team) গঠন করে বিল্ডিং ম্যানেজমেন্ট, নিরাপত্তা কর্মী ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা।
  • ফায়ার ড্রিল ও ইমার্জেন্সি ইভাকুয়েশন ট্রেনিং বছরে অন্তত দুইবার আয়োজন করার জন্য বিএমসিকে উদ্যোগী করা।
  • ফায়ার এক্সটিংগুইশার, অ্যালার্ম ও হাইড্রেন্ট সিস্টেম যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে বিএমসিকে উৎসাহিত করা।
  • আবাসিক গ্যাস সরবরাহ বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা, বিদ্যুৎ, গ্যাস, পানি, স্যানেটারি ইত্যাদি ক্ষেত্রে হোম সার্ভিস প্রদানের সুযোগ সৃষ্টি করা।
  • অভ্যন্তরীণ যাতায়াতের জন্য বিশেষ ট্রান্সপোর্ট ব্যবস্থার সুযোগ সৃষ্টি করা হবে যেটি প্রয়োজনে মেট্রোরেল স্টেশন উত্তরা সেন্টার পর্যন্ত বর্ধিত করা যেতে পারে।
  • জরুরি সেবা প্রাপ্তিতে কল সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।
  • ডে-কেয়ার সেন্টার স্থাপনের সুযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হবে।
  • প্রতি সপ্তাহে বিশেষজ্ঞ ফ্রি স্বাস্থ্য সেবা কনসালটেশন প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে।
  • রুয়াপ ক্যাম্পাস সংলগ্ন সুবিধাজনক স্থানে কবরস্থানের সুযোগ সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ করা হবে।
  • খেলাধূলার মাঠগুলো শরীরচর্চা ও খেলাধূলার জন্য যথোপযুক্ত করা ও সংরক্ষণ করাসহ ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন বিভিন্ন খেলাধুলা নিয়মিত চর্চা করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা উৎসাহ প্রদান করা হবে এছাড়া বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হবে।
  • সুইমিং পুল, হেলথ ক্লাব, কনভেনশন সেন্টার, শপিং কমপ্লেক্স থেকে কেন্দ্রীয় ফান্ড তৈরির সুযোগ সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করা হবে।
  • ক্যাম্পাসের ভিতর/বাহিরে যত্রতত্র অবৈধ স্থাপনা, দোকানপাট, ব্যবসাকেন্দ্র নিরুৎসাহিত করে উপযুক্ত স্থানে স্থানান্তর করা হবে।
  • ৭৯টি ১৬তলা ভবনের জন্য নিয়মিত বিল্ডিং সেফটি অডিট (স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল ও ফায়ার সেফ্টি) চালু করা।
  • সেক্টর ১৮ ব্লক এ রাজউক উত্তরা এ্যাপার্টমেন্ট প্রকল্প কে দ্রুততম সময়ের মধ্যে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে কেবল হোল্ডিং ট্যাক্স প্রদানের মাধ্যমে নাগরিক সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করা।
  • রুয়াপ মন্দির সংলগ্ন ৬নম্বর গেইট হতে মেট্রোরেল "উত্তরা দক্ষিণ" পর্যন্ত রাস্তা চলাচল উপযোগী করার উদ্যোগ গ্রহণ করা।
  • যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তার সুবিধার্থে মেট্রো স্টেশন ও পঞ্চবটি হতে রুয়াপে যাতায়াতের জন্য ডি.ও.এইচ.এস এর মতন জার্সি সম্বলিত প্যাডেল রিক্সা সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণের মাধ্যমে এ সার্ভিস চালু করা।
  • রুয়াপ ব্লক-এ এর পূর্ব দিকের বাউন্ডারি সংলগ্ন রাস্তা, লেক অন্যান্য বিদ্যমান অবকাঠামো রুয়াপ এ অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং লেক রোড চলাচলের জন্য উন্মুক্ত রাখার ব্যবস্থা করা।
  • ১নং গেইটের উপরে একটি মডেল ঘড়ি স্থাপন করা।
  • বাউন্ডারির চারিপাশে প্লান্টেশনের সুযোগ রয়েছে ওগুলোতে মাটি ভরাট করে দৃষ্টিনন্দন ফুলগাছ লাগিয়ে সজ্জিত করা।
  • প্রতিটি গেইটের উপরে বৃষ্টির পানি জমে থাকে এ সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।
২. নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা
  • প্রশিক্ষিত কর্মীসহ স্মার্ট নিরাপত্তা টহল ব্যবস্থা চালু করা।
  • CC TV ক্যামেরা কভারেজ সকল প্রবেশ/প্রস্থান গেইট, পার্কিং এলাকা ও সাধারণ স্থানে সম্প্রসারণ করা।
  • রুয়াপ বিএমসির সহায়তায় ডাটাবেজ তৈরি এবং সেন্ট্রাল মনিটরিং রুম স্থাপন করা।
  • ডিজিটাল ভিজিটরস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা।
৩. ট্রাফিক ও পার্কিং ব্যবস্থাপনা
  • গেইটের জট কমাতে স্মার্ট ট্রাফিক ফ্লো প্ল্যান বাস্তবায়ন করা।
  • অতিথি ও সার্ভিস যানবাহনের জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা করা।
  • আবাসিক এলাকায় স্পিড লিমিট, ডিজিটাল সাইনবোর্ড ও নিরাপদ পায়ে চলার পথ নিশ্চিত করা।
৪. পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও বাসিন্দার অধিকার
  • সম্মান, সৌহার্দ্য ও স্বচ্ছতার পরিবেশ বজায় রাখতে উদ্যোগ গ্রহণ করা।
  • হয়রানি, বৈষম্য বা ক্ষমতার অপব্যবহারসহ চাঁদাবাজির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা।
  • গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফ্ল্যাট মালিকদের মতামত বা প্রয়োজনে ভোটের মাধ্যমে গ্রহণ করা।
  • অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা চালু করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমাধান নিশ্চিত করা।
৫. ওয়েবসাইট ও ডাটাবেস ব্যবস্থাপনা
  • প্রতিটি বিল্ডিংয়ের জন্য বাসিন্দা/ফ্ল্যাট ওনার ডাটাবেজ তৈরিসহ সহজ যোগাযোগ ব্যবস্থার জন্য নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু করা, যেখানে থাকবে—
  • অনলাইনে বিল পরিশোধ, সার্ভিস রিকোয়েস্ট ও ফিডব্যাক সুবিধা।
  • সকল ফ্ল্যাট, সার্ভিস প্রোভাইডার ও কমিটির যোগাযোগ তালিকা।
  • জরুরি ফোন নম্বর, নোটিশ ও ইভেন্ট তথ্য।
  • সকল তথ্য নিরাপদ, গোপনীয় ও নিয়মিত হালনাগাদ রাখা।
৬. সহানুভূতিশীল ও মানবিক পরিবেশ
  • বাসিন্দা, ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে সহানুভূতি ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলা।
  • স্বাস্থ্য, রক্তদান, মানসিক সুস্থতা ইত্যাদি বিষয়ে কমিউনিটি প্রোগ্রাম আয়োজন করা।
  • প্রবীণ, শিশু ও নারী কল্যাণে বিশেষ উদ্যোগ গ্রহণ — যেমন নিরাপত্তা নজরদারি, প্রবীণদের জন্য ক্লাব এবং নারী বাসিন্দাদের জন্য লেডিস ক্লাবের ব্যবস্থা করা।
  • বিশেষজ্ঞদের সহায়তায় ফুল, ফল ও বনজ বৃক্ষাদি রোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি ছায়াসুশীতল পরিবেশ সৃষ্টি করা।
৭. পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ
  • পরিচ্ছন্নতাকর্মীদের সঠিক সময়সূচি ও তত্ত্বাবধান নিশ্চিত করা।
  • জৈব ও অজৈব বর্জ্যের জন্য আলাদা বিন ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা।
  • বৃষ্টির পানি সংরক্ষণ কার্যক্রমে উৎসাহ প্রদান করা।
  • মশা, পোকা-মাকড় নিধন এবং আন্ডারগ্রাউন্ড পানির ট্যাংক নিয়মিত পরিষ্কার রাখতে বিএমসিকে উৎসাহিত করা।
৮. স্বাস্থ্য ও শিক্ষা
  • স্বাস্থ্য নিরাপত্তার জন্য একটি ক্লিনিক স্থাপন, অ্যাম্বুলেন্স সার্ভিস ও অনলাইন মেডিক্যাল সার্ভিসের সুযোগ সৃষ্টি করা।
  • প্রয়োজনীয় মেডিক্যাল টেস্টে ৪০% ছাড় প্রদানের ব্যবস্থা করা।
  • নিরাপত্তার স্বার্থে আনসার ক্যাম্প ও মসজিদ সংলগ্ন এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন এবং সরকারি কমিউনিটি হেলথ সেন্টার প্রতিষ্ঠা করা।
  • মধ্যবিত্ত পরিবারের সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে রাজউক মডেল স্কুল-কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া।
  • রুয়াপসাসীদের সন্তানদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ও কোচিং এ বিশেষ ছাড় প্রাপ্তির সুযোগ সৃষ্টি করা।
৯. স্বচ্ছতা ও সুশাসন
  • ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন ও রিপোর্ট প্রকাশ করা।
  • রক্ষণাবেক্ষণ কর্মীদের উপস্থিতি ও দায়িত্ব ডিজিটাল সিস্টেমে রেকর্ড রাখার উদ্যোগ গ্রহণ করা।
  • বাসিন্দা ও ফ্ল্যাট ওনারদের সঙ্গে নিয়মিত সভা ও মতামত বিনিময়ের আয়োজন করা।

আমাদের অঙ্গীকার

আমরা বিশ্বাস করি, ৬৬৩৬টি পরিবারের যৌথ অংশগ্রহণেই উন্নত, নিরাপদ ও সুন্দর আবাসিক সমাজ গড়ে তোলা সম্ভব। চলুন, আমরা সবাই মিলে গড়ে তুলি এক নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক কমিউনিটি—যেখানে গর্বের সঙ্গে সবাই বলতে পারবো এক স্লোগান:

“স্বপ্নের রুয়াপ-ই হবে আমাদের বাড়ি আমাদের ঘর”

“ভোট দিন - দায়িত্ববান, আমানতদার ও উন্নয়নের পক্ষে”

Forum Logo

রুয়াপ ওয়েলফেয়ার ফোরাম

f 📷 in X

Design & Developed by Lamp Techs