সাধারণ সম্পাদক পদপ্রার্থী

Profile Photo

মোঃ মাহমুদুল হোসেন রাসেল

আমার সম্পর্কে :
• শিক্ষাগত যোগ্যতা: এম.এ (ইতিহাস)
• পরপর দুবার সভাপতি পদে অধিষ্ঠিত, নীলান্জনা ২ডি ভবন।
• নীলান্জনা ২ডি ভবন পরিচালনা কমিটির সাবেক সদস্য।
• সেন্ট্রাল আহ্বায়ক কমিটি, রুয়াপ-এর সদস্য।
• ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছি: অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
• টি&এফ সোর্সিং (প্রোপাইটর), টি এম ফিসারিজ (প্রোপাইটর), এক্স ডিজিএম, পিএন আর ইন্ড্রাষ্টিজ লিঃ।
• মুত্তওয়ালি হিসেবে নিযুক্ত আছি বেপারী বাড়ি জামে মসজিদ, কোনাপাড়া, গৌরীপুর, ময়মনসিংহে।
• রুয়াপ সেন্ট্রাল মসজিদ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন।
• ২০১৯ সালে রুয়াপের নিরাপত্তা নিয়ে নিজ উদ্যোগে সর্বপ্রথম নিরাপত্তা সভার আয়োজন।
• করোনাকালীন সময়ে বিশেষ ব্যবস্থায় প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু।
• রুয়াপে নিজ উদ্যোগে সিটি করপোরেশনের সহায়তায় মশক নিধন কার্যক্রম পরিচালনা।
• রুয়াপের মত আবাসিক এলাকায় কুন্জলতা ও শিমুল ভবনে কোয়ারান্টাইন সেন্টার স্থাপনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ।
• রুয়াপের ভিতর সাউথ পয়েন্ট স্কুল প্রজেক্ট বাইরে করার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ।
• নীলান্জনা ভবনের উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় কোরবানীর প্রাণী রাখার শেড নির্মাণ ও বর্জ্য অপসারণ।
• ৬,৬০৬ জন ফ্ল্যাট মালিকের সরাসরি ভোটে সেন্ট্রাল কমিটির নির্বাচন আয়োজন ও সমন্বয়কের দায়িত্ব পালন।
• গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট ভেঙে নীলান্জনা ২ডি ভবনে গ্যাস সংযোগ প্রদান।
• নীলান্জনা ভবনের চারপাশে সবুজায়ন ও রুয়াপের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন।
• নীলান্জনা ভবনে ঝুলন্ত ডিশ ও ইন্টারনেট ক্যাবল অপসারণে আইএসপি প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে কনসোল সিস্টেমে ঝুলন্ত ক্যাবলবিহীন সংযোগের ব্যবস্থা গ্রহণ (চলমান)।
• রুয়াপে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী

ভোটার নং: ২ডি-১০০২

ব্যালট নং: ০১

আপনার মতামত

logo

রুয়াপ ওয়েলফেয়ার ফোরাম

Forum Logo

রুয়াপ ওয়েলফেয়ার ফোরাম

f 📷 in X

Design & Developed by Lamp Techs