সভাপতি পদপ্রার্থী

Profile Photo

কৃষিবিদ ডঃ মোঃ আবু বকর সিদ্দিক সরকার

আমার সম্পর্কে :
মূখ্য (চীফ) বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউট সিনিয়র সহ সভাপতি, রুয়াপ কেন্দ্রিয় মসজিদ পরিচালনা কমিটি এবং সভাপতি মধুমতি সি ভবন।

তিনি কৃষিতত্ত্ব বিষয়ে পি এইচ ডি ডিগ্রি অর্জন করেছেন।
তার বর্তমান ও অতিতর সামান্য কিছু কার্যক্রম :
* সিনিয়র সহ সভাপতি, রুয়াপ কেন্দ্রিয় মসজিদ ব্যবস্থাপনা কমিটি
* সভাপতি, মধুমতি সি ভবন
* সহ সভাপতি, উত্তরা কৃষিবিদ এসোসিয়েশন
* সভাপতি, আবাস বহুমুখী সমবায় সমিতি
* দপ্তর সম্পাদক, জাইকা আ্যলামনি এসোসিয়েশন
* সদস্য, জাইক ভিলেজ এসোসিয়েশন
* সমাজকল্যাণ সম্পাদক, কৃষিতত্ত্ব সমিতি
* নির্বাচিত সাবেক এজিএস, কেন্দ্রিয় ছাত্র সংসদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
* দেশি-বিদেশি জার্নালে ৪০ টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
* বাংলাদেশ বেতারে কৃষি বিষয়ক ৫০ টির বেশি কথিকা সম্প্রচারিত হয়েছে।
* দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

সভাপতি পদপ্রার্থী

ভোটার নং: ৬সি-১৩০৩

ব্যালট নং: ০১

আপনার মতামত

logo

রুয়াপ ওয়েলফেয়ার ফোরাম

Forum Logo

রুয়াপ ওয়েলফেয়ার ফোরাম

f 📷 in X

Design & Developed by Lamp Techs