আমার সম্পর্কে :
বি.এস.এস অনার্স (অর্থনীতি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
অবসর প্রাপ্ত পুলিশ অফিসার (১৪/১০/২০২১),
হাসনাহেনা -ডি বিল্ডিং এর BMC এর বর্তমানে কার্যনির্বাহী সদস্য।
কর্মজীবনে ইউরোপের যুদ্ধ বিধ্বস্ত দেশ বসনিয়া এন্ড হারজেগোভিনা(UNMIBH)ও কসোভো(UNMIK) এবং আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত দেশ সুদানের দারফুরে(UNAMID) জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বহুজাতিক বাহিনীর ও জনগণের সাথে মনিটর, পুলিশ অফিসার ও পুলিশ পর্যবেক্ষক হিসেবে কাজ করার সুভাগ্য হয়েছে।
আমার বাড়ী চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায়।
জানুয়ারি/২০২২ সাল থেকে হাসনাহেনা -ডি বিল্ডিং এ বসবাস করিতেছি।
দোয়া চাই। আল্লাহ হাফেজ।
পরিবেশ ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী
ভোটার নং: ৩ডি-৭০২
Design & Developed by Lamp Techs